Posts

নতুন বাসা লন্ডন ভবন

Image
গত রাতে ঘুমোতে যাওয়ার আগে বরাবরের মতই সুরা কেরাত পড়ে নিদ্রার উদ্দেশ্যে শুয়ে পড়লাম। নতুন বাসায় উঠেছি। পুরো বাসায় আমি একা আর কেউ নেই। ঘুমানোর উদ্দেশ্যে লাইট বন্ধ করলাম। যখন ঘুম ঘুম ভাব তখন অনুভব করলাম কাচের জানালায় কে যেন টোকা দিচ্ছে। আমি কয়েকবার তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। উঠে বসলাম, ভাবলাম নদীর পাড়ে আট তলায় বাসা নিয়েছি বলে হয়তোবা বাতাসে জানালাটা বেশি নড়ছে। তারপর আবার শুয়ে পড়লাম। চোখে যখন ঘুম চলে আসবে ভাব তখন আবার কে যেন টোকা দিচ্ছে। আমি তখন খুব বেশি ভীত-সন্ত্রস্থ। সঙ্গে সঙ্গে লাইট জ্বালালাম। সূরা কেরাত পড়তে লাগলাম। তারপর আবার শুয়ে পড়লাম। পুরোটা রাত অন্তর অন্তর আমার সঙ্গে এমন পরিস্থিতি ঘটার পর একসময় শুনতে পেলাম মসজিদে আযানের ধ্বনি। "আসসালাতু খাইরুম মিনান নাউম" অর্থাৎ ঘুম হইতে নামাজ উত্তম। আবার উঠে বসলাম, পাশে কাকে যেন বলতে লাগলাম ঘুমুতেই তো পারলাম না। পাশে তাকিয়ে দেখি কেউ নেই, তাহলে আমি কথাটা কাকে বললাম? সাথে সাথে অজু করে নামাজ টা আদায় করে নিলাম। এখন আমার অবস্থান অর্থের তাগাদায় কর্মস্থলে। গত রাতে একটুও ঘুম হয়নি এখন শুধু ঝিমুচ্ছি...

Tarik jamil

Image

Ramadan

Image
“  নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই  ” কাজী নজরুল ইসলাম

একটি সন্ধ্যে বেলার গল্প।

Image
কয়েকটি দিন বাদেই এক মিলনমেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে সেই মিলন মেলার জন্য। একজন আরেকজনের সাথে দেখা হবে এই খুশিতে কারো চোখে যেন ঘুম নেই। আমার চোখেও নেই তবে কারন অন্যরকম। অনেক দিন পর তার সাথে দেখা হবে আমার। আমি অন্যদের থেকে একটু অন্য রকমই একটু বেশিই খুশি। কারন অনেকদিন পর দেখা হচ্ছে তার সাথে  আমার। খুবই এক্সাইটেড ছিলাম আমি। ইদানীং সে আমায় মজা করে বলে তার একটা মেয়ে বান্ধবী নাকি আমার সাথে কথা বলবে, আমারতো অনেক সুন্দরী বান্ধবী, সে তো সুন্দর না এইসব হাবিজাবি। এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতেই এক সময় সে আমাকে বলল, যখন সে ক্লাস নাইন টেনে পড়ে তখন সে একটা ইংলিশ প্রাইভেট পড়তো এক ভাইয়ার কাছে। ওই ভাইয়া নাকি তার সাথে ফেইসবুক এ চ্যাট এবং সেই অনুষ্ঠানের দিন কথা বলতে চাচ্ছে। সে কথা বলতে চাইনি বলে তাকে ওই ভাইয়া নাকি বেয়াদব বলেছে। আমি ওকে বললাম কেউ বেয়াদব বললেই তো আর বেয়াদব হয়ে যায় না। ওই ছেলের সাথে কথা বলার জন্য সে আমার কাছে পারমিশন চাইল। বলল আমি পারমিশন দিলেই সে কথা বলবে নতুবা না। কথাটা শুনে খুব কষ্ট পেয়েছি আমি যা বোঝানোর মত নয়। বুঝতে পারলাম কথা বলার আগ্র...

ভালবাসা দিবস । Valentine's Day

Image
ভালবাসা দিবস - মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) আজ পৃথিবী সজ্জিত ফুলের গন্ধে মুখরিত, রাজপথে, পার্কে তরুণ-তরুণীর দল, সবার হাতে আজ গোলাপ ফুল। বয়ে যাচ্ছে তাদের মনে ভালবাসার জোয়ার, আজ খোলা সত্যিই খোলা আবেগের দোয়ার। বিবেকহীন আবেগে দ্রুত বেগে হচ্ছে ভালবাসার বহিঃপ্রকাশ, চোখের কালো চশমায় দেখে না আশপাশ। আজ নাকি সুপ্ত মনেও ভালাবাসার বাস। ভালবাসায় কেউ দগ্ধ, কেউ মুগ্ধ, কেউ একদমই অন্ধ, ভালবাসা কি আবেগ নাকি ত্যাগ, নাকি বহো দিনের চাওয়া ফুলের গন্ধ। তোমরা কি জান ভ্যালেন্টাইন কে? কেনো আজ এত সব, কেন আজ তরুণ-তরুণীদের মনে বিবেকহীন উৎসব? উৎসর্গ করেছিল প্রাণ,  রেখেছিল ভালবাসার মান। সেই ভ্যালেন্টাইন যাকে নিয়ে এত গান। আজ পৃথিবী সজ্জিত ফুলের গন্ধে মুখরিত, রাজপথে, পার্কে তরুণ-তরুণীর ঢল, কিন্তু কেউ মুছে দেয়নি দুখিনীর চোখের জল। কিন্তু কেউ আসে নি তাদের পাশে, কেউতো দেয়নি স্বান্তনা একটু ভালবেসে। ফুল পাওয়ার আশায় পেল ফুলের কাটা, আজ সত্যিই ঘৃণা করে তারা ভালবাসার কথাটা। লাঞ্চিত নিপীরিত, দুঃখে জর্জরিত মানুষের পক্ষ থেকে আমি অধম, তবুও আজ ভালবাসা দিবস...

কবিতা - আবার ঈমান আনো

Image
কাজী নজরুলের এই কবিতাটি যতবার পরি এবং শুনি ততোবারই মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি জেগে উঠে। আবার ঈমান আনো --কাজী নজরুল ইসলাম। জাগ্রত কর মুক্ত হৃদয় আবার ঈমান আনো, কোথা ইসলাম? সে পথের পরে সন্ধানে দিঠে হানো। মুসলমানের সংখ্যা করোনা নাম ধাম পরিচয়ে, খুঁজে দেখো আছে কিনা মানুষ কোথাও ইসলাম বুকে লয়ে। মিছে না রয়ে তাকবির শুধু গগন বিদারি স্বর, মনের গহনে পরো কানে কানে আল্লাহু আকবার। বিশ্বেরে তুমি দেখাবে আলোক নিজেই অন্ধকারে, নিজে যে অমানুষ পুর্ন মনুষ্যত্ব তুমি শেখাবে কারে? যাহার জ্যোতিতে রোস নাই হলো মানুষের অন্তর, সেই মানবতার দীপ জেলে করো উজালা আপদ ঘর। কিতাব হইতে শুধু ইসলাম শব্দটি নিও নাকো, মুসলিম তুমি কভূ নও, যদি অমানুষ হয়ে থাকো। মিথ্যারে যদি মিথ্যা জেনেও করো তারে পায়রাবি, আল-আমিন সে মোহাম্মাদরে (সঃ) বলোনা তোমার নবী। নেতা হয়ে যদি অপরাধী হও বিবেকের সম্মুখে, ওমর ফারুক আলী হায়দার নাম, নিয়ো নাকো মুখে। চির বিপ্লবী ভুমিকা তোমার মুসলিম তুমি হও, জামানার স্রোতে বয়ে যাও যদি - মুসলিম তুমি নও। দুনিয়া জুড়িয়া পাপের বেসাতি মিথ্যার ...

আমরাই ব্যাবহার করব!

Image
আমরা ফেসবুক টুইটার টিক টক এমন আরও অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। ঘন্টার পর ঘন্টা আমরা অতিবাহিত করে দিচ্ছি এই সোশ্যাল মাধ্যমগুলোর পেছনে। দিন নেই, রাত নেই স্কুল-কলেজে, জব সেক্টর সব জায়গাতেই আমরা নিজেদের কাজ গুলো বাদ দিয়ে এসব ব্যবহারে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের জীবন আটকে যাচ্ছে এই সোশ্যাল মাধ্যমগুলোর মধ্যে। সোশ্যাল মাধ্যম গুলোর যেমন সুফল রয়েছে তার থেকে কিন্তু কুফলের মাত্রও কম নয়। মূলত আমরা এসব আমাদের নিজেদের কাজে যতটা না ব্যবহার করছি তার চেয়েও বেশি এই সোশ্যাল মাধ্যমগুলো আমাদের ব্যবহার করছে। ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম সবাই আমাদের চুষে চুষে খাচ্ছে প্রতিনিয়ত, খাচ্ছে আমাদের সময় আমাদের অর্থ। যদি এমন হয় আমরা শুধু এসব মাধ্যমগুলোর পেছনে সময় নষ্ট করছি না বরং, বিভিন্ন রকমের ইনফরমেশন কালেক্ট করতে ব্যস্ত থাকছি, বিভিন্ন রকম অজানা বিষয় বস্তু জানার আগ্রহে সময় দিচ্ছি, সেক্ষেত্রে বলা যায় আমরা ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম ব্যবহার করছি। কিন্তু পরোক্ষভাবে বুঝতে গেলে ব্যাপারটা বুঝা যায় আমরা ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম ব্যবহার করছি না বরংচ ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম আমাদের কে ব্যবহার করছে তাই ...