ভালবাসা দিবস । Valentine's Day
ভালবাসা দিবস
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আজ পৃথিবী সজ্জিত
ফুলের গন্ধে মুখরিত,
রাজপথে, পার্কে তরুণ-তরুণীর দল,
সবার হাতে আজ গোলাপ ফুল।
বয়ে যাচ্ছে তাদের মনে ভালবাসার জোয়ার,
আজ খোলা সত্যিই খোলা আবেগের দোয়ার।
বিবেকহীন আবেগে দ্রুত বেগে
হচ্ছে ভালবাসার বহিঃপ্রকাশ,
চোখের কালো চশমায় দেখে না আশপাশ।
আজ নাকি সুপ্ত মনেও ভালাবাসার বাস।
ভালবাসায় কেউ দগ্ধ, কেউ মুগ্ধ,
কেউ একদমই অন্ধ,
ভালবাসা কি আবেগ নাকি ত্যাগ,
নাকি বহো দিনের চাওয়া ফুলের গন্ধ।
তোমরা কি জান ভ্যালেন্টাইন কে?
কেনো আজ এত সব,
কেন আজ তরুণ-তরুণীদের মনে বিবেকহীন উৎসব?
উৎসর্গ করেছিল প্রাণ,
রেখেছিল ভালবাসার মান।
সেই ভ্যালেন্টাইন যাকে নিয়ে এত গান।
আজ পৃথিবী সজ্জিত
ফুলের গন্ধে মুখরিত,
রাজপথে, পার্কে তরুণ-তরুণীর ঢল,
কিন্তু কেউ মুছে দেয়নি দুখিনীর চোখের জল।
কিন্তু কেউ আসে নি তাদের পাশে,
কেউতো দেয়নি স্বান্তনা একটু ভালবেসে।
ফুল পাওয়ার আশায় পেল ফুলের কাটা,
আজ সত্যিই ঘৃণা করে তারা ভালবাসার কথাটা।
লাঞ্চিত নিপীরিত, দুঃখে জর্জরিত
মানুষের পক্ষ থেকে আমি অধম,
তবুও আজ ভালবাসা দিবস
তোমাকে জানায় স্বাগতম।।।।
রচনা কাল:১৩/২/২০১৪ইং
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) এর এই কবিতাটি "বাংলার কবিতা" ওয়েবসাইট থেকে পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment