নতুন বাসা লন্ডন ভবন

গত রাতে ঘুমোতে যাওয়ার আগে বরাবরের মতই সুরা কেরাত পড়ে নিদ্রার উদ্দেশ্যে শুয়ে পড়লাম। নতুন বাসায় উঠেছি। পুরো বাসায় আমি একা আর কেউ নেই। ঘুমানোর উদ্দেশ্যে লাইট বন্ধ করলাম। যখন ঘুম ঘুম ভাব তখন অনুভব করলাম কাচের জানালায় কে যেন টোকা দিচ্ছে। আমি কয়েকবার তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। উঠে বসলাম, ভাবলাম নদীর পাড়ে আট তলায় বাসা নিয়েছি বলে হয়তোবা বাতাসে জানালাটা বেশি নড়ছে।


তারপর আবার শুয়ে পড়লাম। চোখে যখন ঘুম চলে আসবে ভাব তখন আবার কে যেন টোকা দিচ্ছে। আমি তখন খুব বেশি ভীত-সন্ত্রস্থ। সঙ্গে সঙ্গে লাইট জ্বালালাম। সূরা কেরাত পড়তে লাগলাম। তারপর আবার শুয়ে পড়লাম। পুরোটা রাত অন্তর অন্তর আমার সঙ্গে এমন পরিস্থিতি ঘটার পর একসময় শুনতে পেলাম মসজিদে আযানের ধ্বনি।
"আসসালাতু খাইরুম মিনান নাউম"
অর্থাৎ ঘুম হইতে নামাজ উত্তম।
আবার উঠে বসলাম, পাশে কাকে যেন বলতে লাগলাম ঘুমুতেই তো পারলাম না।
পাশে তাকিয়ে দেখি কেউ নেই, তাহলে আমি কথাটা কাকে বললাম? সাথে সাথে অজু করে নামাজ টা আদায় করে নিলাম। এখন আমার অবস্থান অর্থের তাগাদায় কর্মস্থলে।
গত রাতে একটুও ঘুম হয়নি এখন শুধু ঝিমুচ্ছি।

Comments

Popular posts from this blog

কবিতা - আবার ঈমান আনো

ঘুরে আসা ভালোবাসার নক্ষত্রবাড়ি রিসোর্ট।

Ramadan