কবিতা - আবার ঈমান আনো
কাজী নজরুলের এই কবিতাটি যতবার পরি এবং শুনি ততোবারই মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি জেগে উঠে। আবার ঈমান আনো --কাজী নজরুল ইসলাম। জাগ্রত কর মুক্ত হৃদয় আবার ঈমান আনো, কোথা ইসলাম? সে পথের পরে সন্ধানে দিঠে হানো। মুসলমানের সংখ্যা করোনা নাম ধাম পরিচয়ে, খুঁজে দেখো আছে কিনা মানুষ কোথাও ইসলাম বুকে লয়ে। মিছে না রয়ে তাকবির শুধু গগন বিদারি স্বর, মনের গহনে পরো কানে কানে আল্লাহু আকবার। বিশ্বেরে তুমি দেখাবে আলোক নিজেই অন্ধকারে, নিজে যে অমানুষ পুর্ন মনুষ্যত্ব তুমি শেখাবে কারে? যাহার জ্যোতিতে রোস নাই হলো মানুষের অন্তর, সেই মানবতার দীপ জেলে করো উজালা আপদ ঘর। কিতাব হইতে শুধু ইসলাম শব্দটি নিও নাকো, মুসলিম তুমি কভূ নও, যদি অমানুষ হয়ে থাকো। মিথ্যারে যদি মিথ্যা জেনেও করো তারে পায়রাবি, আল-আমিন সে মোহাম্মাদরে (সঃ) বলোনা তোমার নবী। নেতা হয়ে যদি অপরাধী হও বিবেকের সম্মুখে, ওমর ফারুক আলী হায়দার নাম, নিয়ো নাকো মুখে। চির বিপ্লবী ভুমিকা তোমার মুসলিম তুমি হও, জামানার স্রোতে বয়ে যাও যদি - মুসলিম তুমি নও। দুনিয়া জুড়িয়া পাপের বেসাতি মিথ্যার ...
Comments
Post a Comment