আমরাই ব্যাবহার করব!

আমরা ফেসবুক টুইটার টিক টক এমন আরও অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। ঘন্টার পর ঘন্টা আমরা অতিবাহিত করে দিচ্ছি এই সোশ্যাল মাধ্যমগুলোর পেছনে। দিন নেই, রাত নেই স্কুল-কলেজে, জব সেক্টর সব জায়গাতেই আমরা নিজেদের কাজ গুলো বাদ দিয়ে এসব ব্যবহারে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের জীবন আটকে যাচ্ছে এই সোশ্যাল মাধ্যমগুলোর মধ্যে। সোশ্যাল মাধ্যম গুলোর যেমন সুফল রয়েছে তার থেকে কিন্তু কুফলের মাত্রও কম নয়।
মূলত আমরা এসব আমাদের নিজেদের কাজে যতটা না ব্যবহার করছি তার চেয়েও বেশি এই সোশ্যাল মাধ্যমগুলো আমাদের ব্যবহার করছে।
ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম সবাই আমাদের চুষে চুষে খাচ্ছে প্রতিনিয়ত, খাচ্ছে আমাদের সময় আমাদের অর্থ। যদি এমন হয় আমরা শুধু এসব মাধ্যমগুলোর পেছনে সময় নষ্ট করছি না বরং, বিভিন্ন রকমের ইনফরমেশন কালেক্ট করতে ব্যস্ত থাকছি, বিভিন্ন রকম অজানা বিষয় বস্তু জানার আগ্রহে সময় দিচ্ছি, সেক্ষেত্রে বলা যায় আমরা ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম ব্যবহার করছি। কিন্তু পরোক্ষভাবে বুঝতে গেলে ব্যাপারটা বুঝা যায় আমরা ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম ব্যবহার করছি না বরংচ ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম আমাদের কে ব্যবহার করছে তাই আমাদের উচিত আমরা তাদের ব্যবহারের পাত্র না হয়ে উল্টো তাদেরকে আমরা ব্যবহার করা।

Comments

Popular posts from this blog

কবিতা - আবার ঈমান আনো

ঘুরে আসা ভালোবাসার নক্ষত্রবাড়ি রিসোর্ট।

Ramadan