একটি সন্ধ্যে বেলার গল্প।

কয়েকটি দিন বাদেই এক মিলনমেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে সেই মিলন মেলার জন্য। একজন আরেকজনের সাথে দেখা হবে এই খুশিতে কারো চোখে যেন ঘুম নেই। আমার চোখেও নেই তবে কারন অন্যরকম। অনেক দিন পর তার সাথে দেখা হবে আমার। আমি অন্যদের থেকে একটু অন্য রকমই একটু বেশিই খুশি। কারন অনেকদিন পর দেখা হচ্ছে তার সাথে আমার। খুবই এক্সাইটেড ছিলাম আমি। ইদানীং সে আমায় মজা করে বলে তার একটা মেয়ে বান্ধবী নাকি আমার সাথে কথা বলবে, আমারতো অনেক সুন্দরী বান্ধবী, সে তো সুন্দর না এইসব হাবিজাবি। এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতেই এক সময় সে আমাকে বলল, যখন সে ক্লাস নাইন টেনে পড়ে তখন সে একটা ইংলিশ প্রাইভেট পড়তো এক ভাইয়ার কাছে। ওই ভাইয়া নাকি তার সাথে ফেইসবুক এ চ্যাট এবং সেই অনুষ্ঠানের দিন কথা বলতে চাচ্ছে। সে কথা বলতে চাইনি বলে তাকে ওই ভাইয়া নাকি বেয়াদব বলেছে। আমি ওকে বললাম কেউ বেয়াদব বললেই তো আর বেয়াদব হয়ে যায় না। ওই ছেলের সাথে কথা বলার জন্য সে আমার কাছে পারমিশন চাইল। বলল আমি পারমিশন দিলেই সে কথা বলবে নতুবা না। কথাটা শুনে খুব কষ্ট পেয়েছি আমি যা বোঝানোর মত নয়। বুঝতে পারলাম কথা বলার আগ্র...