Posts

Showing posts from January, 2019

আমরাই ব্যাবহার করব!

Image
আমরা ফেসবুক টুইটার টিক টক এমন আরও অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। ঘন্টার পর ঘন্টা আমরা অতিবাহিত করে দিচ্ছি এই সোশ্যাল মাধ্যমগুলোর পেছনে। দিন নেই, রাত নেই স্কুল-কলেজে, জব সেক্টর সব জায়গাতেই আমরা নিজেদের কাজ গুলো বাদ দিয়ে এসব ব্যবহারে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের জীবন আটকে যাচ্ছে এই সোশ্যাল মাধ্যমগুলোর মধ্যে। সোশ্যাল মাধ্যম গুলোর যেমন সুফল রয়েছে তার থেকে কিন্তু কুফলের মাত্রও কম নয়। মূলত আমরা এসব আমাদের নিজেদের কাজে যতটা না ব্যবহার করছি তার চেয়েও বেশি এই সোশ্যাল মাধ্যমগুলো আমাদের ব্যবহার করছে। ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম সবাই আমাদের চুষে চুষে খাচ্ছে প্রতিনিয়ত, খাচ্ছে আমাদের সময় আমাদের অর্থ। যদি এমন হয় আমরা শুধু এসব মাধ্যমগুলোর পেছনে সময় নষ্ট করছি না বরং, বিভিন্ন রকমের ইনফরমেশন কালেক্ট করতে ব্যস্ত থাকছি, বিভিন্ন রকম অজানা বিষয় বস্তু জানার আগ্রহে সময় দিচ্ছি, সেক্ষেত্রে বলা যায় আমরা ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম ব্যবহার করছি। কিন্তু পরোক্ষভাবে বুঝতে গেলে ব্যাপারটা বুঝা যায় আমরা ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম ব্যবহার করছি না বরংচ ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম আমাদের কে ব্যবহার করছে তাই ...

আবার ঈমান আনো!

Image
আমাদের সমাজে যা শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে ঈমান ধরে রাখাটাই দুষ্কর ব্যাপার, রাস্তাঘাটে স্কুল-কলেজে বাসা বাড়িতে কোথাও ঈমান টিকিয়ে রাখার মত অবস্থা আর নেই। এই জামানায় ঈমান ধরে রাখা নীতি-নৈতিকতা ঠিক থাকা কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ বড় বড় টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা পড়ে আছে, কিন্তু রাস্তাঘাটে মনে মনে উল্টোপাল্টা চিন্তার ফলে তার ঈমান ক্ষুন্ন হচ্ছে। সমাজের একজন ভালো মানুষ ভালো থাকতে পারছে না, একজন ভালো মানুষ ও যদি লোভনীয় কোন খারাপ কাজের সন্ধান পায় সে ভালো মানুষ খারাপ পথে চলে যায়। এই যুগে মধ্যযুগীয় কায়দায় মানুষ মানুষকে হত্যা করছে, খুন করছে, ধর্ষণ করছে, একজন ১২ বছরের মেয়ে ধর্ষিত হচ্ছে ১২ জন যুবকের দ্বারা। ছোট মেয়ে ধর্ষিত হচ্ছে, বাচ্চা মেয়ে যে কিছুই বোঝেনা সে ও ধর্ষিত হচ্ছে, যৌন কাজ চলছে মসজিদে, মন্দিরে, গির্জায় এবং বিভিন্ন উপাসনালয়ে, সেই যৌনক্রিয়া আবার ভিডিও করে ভাইরাল করা হচ্ছে বিভিন্ন  সামাজিক মাধ্যমে। এই যুগকে বলা হচ্ছে আধুনিক যুগ! কিন্তু গভীর ভাবে চিন্তা করলে মনে হচ্ছে, এটা মোটেও আধুনিক যুগ নয় আমরা প্রযুক্তিতে আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু আমরা আমাদের মন...

জাগ্রত করো মুক্ত হৃদয়!

Image
আমাদের মুক্তি হৃদয়টাকে আবার জাগিয়ে তুলতে হবে, কারণ আমরা এই হৃদয় মানে মনটা দিয়ে যা করতে চাই তাই করতে পারব। আমাদের এই মনটা মুক্ত স্বাধীন চেতা কখনো পরাধীন সে হতে চায় না কারণ মানুষের মন সব সময় স্বাধীনতা খুঁজে থাকে, তাই এই মনটাকে আমরা যদি লুকিয়ে রাখি তাহলে আমাদের সব সময় লুকিয়ে থাকতে হবে। তাই আমাদের উচিত আমাদের এই মনটাকে উন্মুক্ত করে দেয়া অবশ্যই মনটাকে উন্মুক্ত করে দিতে হবে কোন ভালো কাজের জন্য। মন্দ কাজের জন্য মনটা উন্মুক্ত করে দিলে সেই মনে জংকার পড়ে যায়। তাই আমাদের এই উন্মুক্ত মনটাকে ভালো কাজের জন্য উদগ্রীব করে দিতে হবে। মনটাকে বুঝাতে হবে এই দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী জীবন যাপন করতে এসেছি খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যেতে হবে কিছুই নিয়ে যেতে পারবো না, রেখে যেতে হবে সব। তাই মরার পরেও যেন আজীবন বেঁচে থাকতে পারি জনমানুষের মাঝে তার জন্য যা কিছু করা লাগে তাই করতে হবে। ছোট ছোট ভালো কাজ দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ভালো কাজের জন্য কোন টাকা পয়সার দরকার পড়ে না। যা দরকার সেটি হচ্ছে একটি সুস্থ স্বাভাবিক মুক্ত মন। সবাইকে মুক্ত মনের অধিকারী হতে হবে। মুক্ত করে দিতে হবে...