জাগ্রত করো মুক্ত হৃদয়!

আমাদের মুক্তি হৃদয়টাকে আবার জাগিয়ে তুলতে হবে, কারণ আমরা এই হৃদয় মানে মনটা দিয়ে যা করতে চাই তাই করতে পারব। আমাদের এই মনটা মুক্ত স্বাধীন চেতা কখনো পরাধীন সে হতে চায় না কারণ মানুষের মন সব সময় স্বাধীনতা খুঁজে থাকে, তাই এই মনটাকে আমরা যদি লুকিয়ে রাখি তাহলে আমাদের সব সময় লুকিয়ে থাকতে হবে। তাই আমাদের উচিত আমাদের এই মনটাকে উন্মুক্ত করে দেয়া অবশ্যই মনটাকে উন্মুক্ত করে দিতে হবে কোন ভালো কাজের জন্য। মন্দ কাজের জন্য মনটা উন্মুক্ত করে দিলে সেই মনে জংকার পড়ে যায়। তাই আমাদের এই উন্মুক্ত মনটাকে ভালো কাজের জন্য উদগ্রীব করে দিতে হবে। মনটাকে বুঝাতে হবে এই দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী জীবন যাপন করতে এসেছি খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যেতে হবে কিছুই নিয়ে যেতে পারবো না, রেখে যেতে হবে সব। তাই মরার পরেও যেন আজীবন বেঁচে থাকতে পারি জনমানুষের মাঝে তার জন্য যা কিছু করা লাগে তাই করতে হবে। ছোট ছোট ভালো কাজ দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ভালো কাজের জন্য কোন টাকা পয়সার দরকার পড়ে না। যা দরকার সেটি হচ্ছে একটি সুস্থ স্বাভাবিক মুক্ত মন। সবাইকে মুক্ত মনের অধিকারী হতে হবে। মুক্ত করে দিতে হবে এই মনটাকে তাহলে আমরা বুক ফুলিয়ে বলতে, পারবো কিছু করতে পারবো। কিছু শিখতে পারবো কিছু শেখাতে পারব।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লাইন গুলো কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন থেকে আইডিয়াটি নেয়া হয়েছে।

Comments

Post a Comment

Popular posts from this blog

কবিতা - আবার ঈমান আনো

ঘুরে আসা ভালোবাসার নক্ষত্রবাড়ি রিসোর্ট।

Ramadan