১১ ডিসেম্বর ২০১৮

রাতে নাইট ডিউটি করার পর আজ সারাটা দিন প্রায় ঘুমিয়েই কেটে গেলো। সকাল ৬ টা ৩০ মিনিটে বাসায় যাওয়ার পর নাস্তা না খেয়েই ঘুমিয়ে পরলাম। স্বপ্নে কি যেনো দেখলাম ঠিক মনে করতে পারছি না। ঘুম ভেংগে ১১ টায় সকালের নাস্তা খেয়ে বাইরে বের হলাম এক কাপ চায়ের চুমুকে শীত উপভোগ করতে। মনে মনে ভাবলাম কি বোকা, এই আসন্ন দুপুরে শীত উপভোগের চেষ্টায় আমি।
অনেকদিন আগে রাস্তায় কুড়িয়ে একটা ঘুঘু পাখির বাচ্চা পেয়েছিলাম সেদিন,সেটাকে বাসায় নিয়ে এসে পরিষ্কার করে একটা খাচার ব্যবস্থা করি, খাচাটি আসলে কোন খাচা নয়, ফলের ঝুড়ি মানে মুক্ত খাচা। সময় করে তিন বেলা খাওয়াই, পাখিটি নড়েচড়ে কম। শুধু অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আমার দিকে। খেতে দিলে খায় নতুবা চুপ করে বসে থাকে। ইদানীং এই ঘুঘুটাকে নিয়েই কেটে যাচ্ছে দিন কাল। ঘুঘুটা মেয়ে নাকি ছেলে সেটা সনাক্তকরণের পর নাম ঠিক করতে হবে। পাখিট উড়তে শিখলেই উড়িয়ে দিব মুক্ত আকাশের ঠিকানায়। মুক্ত খাচাতে এখন বর্তমানে তার ট্রেনিং চলছে উড়তে শিখার।

Comments

Post a Comment

Popular posts from this blog

কবিতা - আবার ঈমান আনো

ঘুরে আসা ভালোবাসার নক্ষত্রবাড়ি রিসোর্ট।

Ramadan